
রাজধানীর মুগদার জেনারেল হাসপাতাল থেকে আফরোজা আক্তার (২৭) বছর বয়সি এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ নভেম্বর) রাতে মুগদা হাসপাতাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মুগদা থানার উপ-পরিদর্শক (এস আই) আঙ্গুরা আক্তার সিমা জানান, রাতে আমরা খবর পেয়ে মুগদা হাসপাতালের জরুরি বিভাগের ট্রলির উপর থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের আত্মীয়-স্বজনের বরাত দিয়ে তিনি আরো বলেন, আমরা জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে সে নিজ রুমের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেয়। পরে স্বজনরা উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার মারজাল গ্রামের মোঃ তাজুল ইসলামের কন্যা সন্তান। বর্তমানে, মুগদার দক্ষিণ মান্ডার করিম সাহেবের ৮০৩ নম্বর বাসায় থাকতেন।
বিবার্তা/বুলবুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]