
রাজধানীর কদমতলির একটি স্টিল মিলে ভাট্টী বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক দগ্ধ হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে দিন গত রাত পোনে বারোটার দিকে শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন - স্টিল মিলের শ্রমিক রবিউল ইসলাম (৩৬), (২৭), আমিরুল ইসলাম (৩৫), শাহ আলম (৩৫),ও মাজহারুল ইসলাম (৩৭)।
দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা স্টিল মিলের শ্রমিক মাইনুল হোসেন জানান, রাতে আমরা খবর পাই স্টিল মিলে লোহা লক্কর গলানোর ভাট্টী বিস্ফোরণে অনকে আহত হয়েছে। পরে স্টিল মিলে এসে দেখি আমাদের ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন।
পরে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।
শেখ হাসিনা বান ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, কদমতলী থেকে রাতে চারজন শ্রমিক দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছে তাদেরকে অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে তবে সামান্য দগ্ধ হয়েছে।
বিবার্তা/বুলবুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]