
রাজধানীর কামরাঙ্গীরচরের আচার ওয়ালারঘাট এলাকায় এক যুবকের চাপাতির আঘাতে শহিদুল ইসলাম হাওলাদার (৪৫) এক রিকশাচালক নিহত হয়েছেন।
বুধবার (৪ অক্টোবর) সকাল ১০ টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা তার ছোট ভাই মামুন জানান, আজ সকালের দিকে আমার ভাই আচার ওয়ালারঘাট বড় গ্রাম যাওয়া মাত্র এলাকার মোবাইল ব্যবসায়ী আলমগীর ধারালো চাপাতি দিয়ে আমার ভাইয়ের ঘাড়ে এলোপাথাড়ি কোপায় এতে তিনি গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক আমার ভাইকে মৃত বলে জানান।
তিনি আরও বলেন, কি কারনে আমার ভাইকে হত্যা করা হয়েছে এ বিষয়ে বলতে পারছি না। আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কৃষ্ণনগর গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির মোঃ বাচ্চু মিয়া বলেন, কামরাঙ্গীরচরে ধারাল চাপাতির আঘাতে আহত এক রিকশাচালককে ঢাকা মেডিকেলে মৃত্যু ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকার লোকজন ঘাতককে আটক করে কামরাঙ্গীরচর থানার পুলিশের হাতে সোপর্দ করেছেন।
বিবার্তা/বুলবুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]