
রাজধানীর ধানমন্ডি লেকপাড়ের একটি ময়লার স্তূপের পাশ থেকে মানুষের খণ্ডিত একটি পা উদ্ধার করেছে পুলিশ। তাদের ধারণা, কোনো হাসপাতাল থেকে অস্ত্রোপচারের পর সেই খণ্ডিত পা ফেলে যায়। কারণ সেটা ব্যান্ডেজ করা ছিল।
রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এই তথ্য জানান।
তিনি জানান, ধানমন্ডি এলাকার একটি ময়লার স্থানের পাশের লেকপাড় থেকে গতকাল শনিবার সন্ধ্যার পরে ওই খণ্ডিত পা উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে সেটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
ধারণা করা হচ্ছে কোনো হাসপাতালে অস্ত্রোপচারের পরে ব্যান্ডেজ করা খণ্ডিত পা-টি ফেলে যাওয়া হয়। তবু অন্য কোনো বিষয় আছে কি-না তদন্ত করা হচ্ছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]