ফতুল্লায় স্বামীর চলন্ত মোটরবাইক থেকে পরে স্ত্রীর মৃত্যু
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ২০:৪৭
ফতুল্লায় স্বামীর চলন্ত মোটরবাইক থেকে পরে স্ত্রীর মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামের সামনে মোটরবাইক থেকে পড়ে গিয়ে তানিয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি নারায়ণগঞ্জ ডিসি অফিসে রান্নাবান্নার কাজ করতেন।


২ জুলাই, রবিবার বেলা সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


নিহতকে (ঢামেক) নিয়ে আসা তার স্বামী আব্দুল মালেক জানান, আমার স্ত্রী নারায়ণগঞ্জ ডিসি অফিসে অফিসারদের কিচেনে রান্নার কাজ করতো। আজ বিকেলের দিকে ডিসি অফিস থেকে আমার বাইকে তাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেই। ফতুল্লা স্টেডিয়াম কাছে যাওয়া মাত্র আমার পিছন থেকে হঠাৎ রাস্তার উপর পড়ে যায়। এতে আমার ইস্ত্রি মাথায় গুরুতর আঘাত পায়। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা। দেওরা গ্রামের মনির মিয়ার মেয়ে আমার স্ত্রী। বর্তমানে আমরা নারায়ণগঞ্জ ফতুল্লার ভূঁইঘর এলাকায় ভাড়া বাসায় এক সাথে থাকতাম। আমাদের এক সন্তান রয়েছে।


ঢামেক পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


বিবার্তা/বুলবুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com