শিরোনাম
মসজিদের পাশে পড়ে ছিল কিশোরের বস্তাবন্দি লাশ
প্রকাশ : ০৪ জুন ২০২৩, ১০:১৩
মসজিদের পাশে পড়ে ছিল কিশোরের বস্তাবন্দি লাশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর কদমতলীতে এক কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শনিবার (৩ জুন) দিবাগত রাতে পশ্চিম মোহাম্মদবাগ সোনামাদিয়া জামে মসজিদের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।


জানা যায়, নিহত মোহাম্মদ ইমনের বয়স ১৬ বছর। সে পেশায় একজন অটো রিকশাচালক। গত মঙ্গলবার নিখোঁজ হয় সে। তার অটোরিকশা এবং ব্যবহৃত মোবাইল ফোন এখনও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের পর তাকে হত্যা করে ফেলে যাওয়া হয়েছে।


স্থানীয়রা জানান, দু-তিন দিন ধরে একটি বস্তা পড়ে ছিল রাস্তার পাশে। শনিবার সেখান থেকে গন্ধ ছুটলে তারা পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।


বিবার্তা/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com