
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় মিরাজ খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২ জুন) ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর সাড়ে ৫টায় মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. তুহিন মিয়া জানান, ভোরে যাত্রাবাড়ী চৌরাস্তায় আহত অবস্থায় মিরাজ খানকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। তখন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ভোরবেলা হওয়ায় কোন গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি স্থানীয় কেউ। তবে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এদিকে নিহত মিরাজের চাচাতো ভাই মো. নাজমুল জানান, তাদের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। মিরাজের বাবার নাম লোকমান খান। বর্তমানে যাত্রাবাড়ী কাজলা নয়ানগর এলাকায় থাকেন। সেখানে দর্জির কাজ করেন মিরাজ। তার বাবা-মা আজ ভোরে গ্রামের বাড়ি চাঁদপুর থেকে লঞ্চে সদরঘাটে আসার কথা ছিল। তাদেরকে আনার জন্য কাজলার বাসা থেকে বের হয়েছিলেন মিরাজ। পথে কোনো যানবাহনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছেন তারা।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]