
রাজধানীর মোহাম্মদপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৬০) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে বসিলা শাহজালাল হাউজিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মনির জানান, মোহাম্মদপুর বসিলা শাহজালাল হাউসিং লিমিটেডের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সিএনজির ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]