সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ, আহত ৮
প্রকাশ : ০৫ মার্চ ২০২৩, ১১:৫৭
সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ, আহত ৮
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর ভবনের দেয়াল ভেঙে অন্তত আটজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিস্ফোরণের ফলে ভবনটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


৫ মার্চ রবিবার সকাল ১০টা ৫০ মিনিটে এই ঘটনা ঘটে। কী কারণে ভবনে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। তবে ভবনের বাসিন্দা ও পথচারীরা বলছেন, পাশে থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে পাশের ভবনটি ক্ষতিগ্রস্ত হয়।


ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিস্ফোরণের পরই পলাশি, ধানমন্ডি এবং সিদ্দিকবাজার থেকে তাদের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়।


নিউমার্কেট থানার ইন্সপেক্টর মামুন বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করলেও এর কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি।


বিস্ফোরণের কারণে ভবনটির সামনের সড়ক দিয়ে যান চলাচল বিঘ্নিত ঘটছে। মানুষের ভিড় ঠেকাতে কাজ করছে পুলিশ ও র‌্যাব সদস্যরা। বিস্ফোরণের পরই নিউমার্কেট ও ওই এলাকার সব মার্কেটে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে।
ভবনটিতে থাকা ফোনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির অফিস বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একটি সেলুন ও বেশ কয়েকটি দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে।


ফায়ার সার্ভিসে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন ঢাকা মেইলকে জানান, ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সেখান থেকে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।


রাজধানীর সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ, আগুন


বিবার্তা/মাসুম/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com