আজ থেকে রাজধানীতে আরও ৯৪৭ বাসে ই-টিকিটিং
প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ১০:৫৫
আজ থেকে রাজধানীতে আরও ৯৪৭ বাসে ই-টিকিটিং
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে বাসে বাড়তি ভাড়া আদায় বন্ধে আজ (১ মার্চ) থেকে আরও ৯৪৭ বাসে চালু হচ্ছে ই-টিকিটিং সার্ভিস। মঙ্গলবার রাজধানীর রমনায় সংবাদ সন্মেলনে এ ঘোষণা দেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।


গত নভেম্বরে চালু হয় ই-টিকিটিং ব্যবস্থা। শুরুতে যাত্রীরা কিছুটা স্বস্তি পেলেও এখন অভিযোগ সীমাহীন। তিন মাসেই যাত্রীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ই-টিকিটিং। তারা বলছেন, ইচ্ছামত ভাড়া নেয়া, যত্রতত্র যাত্রী ওঠানামা এখনও বন্ধ হয়নি।


এসব অভিযোগ নিয়ে মাথাব্যথা নেই সড়ক পরিবহন মালিক সমিতির। নতুন করে আরও ১৩টি কোম্পানির ৯৪৭টি বাসে চালু করছে ই-টিকিটিং ব্যবস্থা।


১৩টি কোম্পানি হলো— আকাশ এন্টারপ্রাইজ (সদরঘাট- ধউর) ভিক্টর ক্লাসিক বাস মালিক সমিতি (সদরঘাট-ধউর), ৬ নম্বর মতিঝিল-বনানী ট্রান্সপোর্ট কোম্পান (প্রা.) লি. (কমলাপুর-নতুনবাজার), গ্রিন অনাবিল পরিবহন লি. (সাইনবোর্ড-গাজীপুর), গ্রেট তুরাগ ট্রান্সপোর্ট কোম্পানি লি. (যাত্রাবাড়ী-টঙ্গী স্টেশন রোড), অনাবিল সুপার লি. (সাইনবোর্ড-গাজীপুর) রাইদা এন্টারপ্রাইজ লি.(পোস্তগোলা ধউর) আসমানী পরিবহন লি. (মদনপুর-আব্দুল্লাহপুর)।


এছাড়া আছে সময় ট্রান্সপোর্ট লি. (গুলিস্তান-কাঁচপুর), বৈশাখী পরিবহন লি. (সাভার নতুনবাজার) ও রইছ পরিবহন লি. (সাভার-নতুনবাজার), এয়ারপোর্ট বঙ্গবন্ধু এভিনিউ মিনিবাস মালিক সমিতি (কদমতলী-আব্দুল্লাহপুর) ও মঞ্জিল এক্সপ্রেস লি. (কাঁচপুর-ধউর)।


এ বিষয়ে পরিবহন বিশেষজ্ঞ কাজী সাইফুন নেওয়াজ বলেছেন, ই-টিকিটিং সেবার সুফল পেতে দূরত্ব অনুযায়ী ভাড়া নিশ্চিত করতে হবে।


রাজধানীতে ৯৭টি কোম্পানির ৫ হাজার ৬৫০টি বাস চলাচল করে। যার মধ্যে ৫৯টি কোম্পানির ৩ হাজার ৩০৭টি বাসে ই-টিকিটিং ব্যবস্থা চালু হলো।


বিবার্তা/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com