
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১১ এবং ২১২ নং ওয়ার্ড এর মাঝামাঝি স্থানের বারান্দায় এক শারীরিক প্রতিবন্ধী (৩ বছরের) শিশু কন্যাকে ফেলে রেখে যায় স্বজনরা। পরে তার কান্নাকাটির শব্দ শুনে আনসার সদস্যরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
২৬ ফেব্রুয়ারি, রবিবার পরে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক( ই এম ও) ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাক্তার তুহিনের নির্দেশে ওয়ার্ডমাস্টার রিয়াজ এবং ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া ২০৫ নম্বর শিশু ওয়ার্ডে ভর্তি করেন।
তিনি আরও বলেন, শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে আসার পর আমরা অভিভাবক খুঁজেছি। হয়তো কারো হাত থেকে শিশুটি হারিয়ে যেতে পারে, যার কারণে সাড়ে তিন ঘণ্টা অপেক্ষা করে শিশুটিকে ভর্তি করার সিদ্ধান্ত নেই। তবে শিশুটির শারীরিক অবস্থা ভালো। শিশুটিকে দেখে অনেক নারী পুরুষ বলাবলি করে এবং চোখের জল ফেলে তারা বলেন, হায়রে দুনিয়া কোথায় চলে গেছে আমাদের সমাজ ব্যবস্থা।
বিবার্তা/বুলবুল/এমএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]