
রাজধানীর কামরাঙ্গীরচরে মোটরসাইকেলের ধাক্কায় মো: সিদ্দিকুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে এই ঘটনাটি ঘটে। তাকে মুমূর্ষ অবস্থায় স্বজনেরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ১২টার দিকে সিদ্দিকুরকে মৃত্যু ঘোষণা করেন।
নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা তার ভাই ইদ্রিস বিবার্তাকে বলেন, কামরাঙ্গীর চর রণী মার্কেটে আমার ভাই কাঠের ব্যবসায়া করতেন। রাতে সে কাঠ কিনে আনার জন্য কামরাঙ্গীরচরের বেরিবাঁধ মাদবর বাজারে যাওয়ার সময় পিছন থেকে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত তাকে ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমরা কামরাঙ্গীর চরের স্থায়ী বাসিন্দা। মাদারীপুর জেলার কালকিনি উপজেলার উর্বির চর গ্রামের মৃত মোতালেব খার ছেলে তিনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: বাচ্চু মিয়া বিবার্তাকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিবার্তা/বুলবুল/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]