
রাজধানীর শাহজাহানপুর রেল কলোনির একটি পরিত্যক্ত ঘর থেকে দীন ইসলাম (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত দীন ইসলাম চট্টগ্রামের মিরসরাই থানার মরগাং গ্রামের বাদশা মিয়ার ছেলে।
শাহজাহানপুর থানার এসআই আল আমিন বিবার্তাকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল এ/বি রেলওয়ে কলোনি সংলগ্ন বাংলাদেশ রেল শ্রমিক ইউনিয়নের পরিত্যক্ত একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিবার্তা/বুলবুল/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]