
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মো: শাহ্ আলম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ঢামেকের জরুরী বিভাগের ওয়ান ষ্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত শাহ আলম নরসিংদীর শিবপুর থানার কারার চর গ্রামের জালাল মিয়ার ছেলে। জালাল মিয়া পেশায় একজন ভ্যানচালক। তিন ভাই-বোনের মধ্যে মৃত শাহ আলম সবার ছোট।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন। তিনি জানান, শাহ আলম নামে এক যুবক গত শুক্রবার ঢাকা মেডিকেল জরুরি বিভাগ ওয়ান স্টপ ইমারজেন্সি (ওসেকে ) ভর্তি ছিলেন পরীক্ষা নিরীক্ষার পর তার নিপা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায় চিকিৎসাধীন অবস্থায় আজ রাত পৌনে ৯টার দিকে মারা যান তিনি। তবে ঢাকা মেডিকেলে এই প্রথম নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন একজন।
অসুস্থ ছেলেকে হাসপাতালে নিয়ে আসা জালাল মিয়া বিবার্তাকে বলেন, গত ১০-১২ দিন ধরে আমার একমাত্র ছেলে শাহ আলম জরে আক্রান্ত হয়। এর আগে প্রায় সময় জর হতো নাপা ট্যাবলেট খেলে জর চলে যেত। গত বৃহস্পতিবার তার শরীরে কাপুনি জ্বর বেশি হওয়ায়,স্থানীয় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাই।
সেখানে তার অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক তার কতগুলো পরীক্ষা দেন। পরীক্ষার রিপোর্টে নিপা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। পরে আমরা জানতে পারি সে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক আমার ছেলেকে মৃত্যু ঘোষণা করেন।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]