
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ইকবাল (৫১) নামে এক অসুস্থ কয়েদির মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোরে তিনি অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে সকাল পৌনে নয়টার দিকে তার মৃত্যু হয়।
মৃত কয়েদি ইকবালের পিতার নাম আব্দুল হান্নান।
কারারক্ষী মোহাম্মদ শাকিল খান বিবার্তাকে বলেন, নিহত ইকবাল কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদি। যার নাম্বার ১৭১৯/এ। আজ ভোরে কারাগারের ভেতরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত বন্দি কোন মামলার সে সাজাপ্রাপ্ত ছিলেন সেটা আমরা বলতে পারবো না। তার সমস্ত নথিপত্র নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ঢাকা মেডিকেল ফরেনসিক বিভাগে দাখিল করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/বুলবুল/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]