
রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জাকির হোসেন মোল্লাকে (৫০) গ্রেফতার করেছে র্যাব-২।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক।
তিনি বলেন, ২০১৩ সালের ১ আগস্ট রাজধানীর ভাষানটেক থানার মাটিকাটা চেকপোস্ট আর্মি কোয়ার্টারের দক্ষিণ পাশ থেকে ১.৫ কেজি হেরোইনসহ জাকির হোসেন মোল্লা ও মো. নুর আলমকে (৪৮) গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হলে দীর্ঘ বিচারিক কার্য শেষে ২০২১ সালে মো. জাকির হোসেনকে (৫০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মামলার রায়ের পর থেকেই গ্রেফতার এড়াতে আইনশৃঙ্খলার বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন তিনি।
তিনি বলেন, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) র্যাব-২ এর একটি দল রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. জাকির হোসেন মোল্লাকে (৫০) গ্রেফতার করে।
গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]