ঝিনাইগাতীতে ১৯ মামলার আসামিসহ গ্রেফতার ৬
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১৫:৫৫
ঝিনাইগাতীতে ১৯ মামলার আসামিসহ গ্রেফতার ৬
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের ঝিনাইগাতীতে মো. রাসেল মিয়া (৩০) নামে ১৯ মামলার চিহ্নিত এক মাদক কারবারিসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।


শুক্রবার (২৯) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।


এর আগে বৃহস্পতিবার উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় রাসেলের কাছ থেকে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৩০ বোতল মদ জব্দ করা হয়। মাদক কারবারি রাসেল ওই এলাকার আব্দুস সামাদের ছেলে। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও সাংবাদিকের ওপর হামলাসহ ১৯টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।


অপর দিকে বৃহস্পাতবার দিবাগত রাতে সাকিব, সেলিম, শাহাদাত ও আরমান নামের আরও ৪ মাদক কারবারিকে গ্রেফতার করে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে আরও ২৫ বোতল মদসহ একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক কারবারি রাসেলসহ তাদের গ্রেফতার করা হয়।


এদিকে সন্ধ্যায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মো. মনির হোসেন নামে আরেক মাদক কারবারিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়।


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন বলেন, মাদক কারবারি মো. রাসেলের বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। রাসেল এলাকার চিহ্নিত মাদক কারবারি।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com