
রাজশাহীর তানোরে ৪০বস্তা টিএসপি সার পাচারের সময় জব্দ করেছেন স্থানীয় জনতা। পরে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান ও চাঁন্দুড়িয়া ইউনিয়ন প্রশাসকের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা
মোহাম্মদ হোসেন খান ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নেন। ওই সময় এমন সাহসী কর্মকাণ্ডের জন্য স্থানীয় জনতাকে ধন্যবাদ জানান ইউএনও।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরের দিকে চাঁন্দুড়িয়া বাজারের জামান ট্রেডার্সে এ ঘটনা ঘটে। তবে জামান ট্রেডার্সের মালিক নুরুজ্জামান ফটিক ঘটনাস্থলে না থাকলেও তার ছেলে সেখানে উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চাঁন্দুড়িয়া বাজারের বিসিআইসি সার ডিলার মেসার্স জামান ট্রেডার্সের প্রোপাইটার নুরুজ্জামান ফটিক নিজ এলাকার কৃষকদের সার না দিয়ে চালান ছাড়াই ৪০ বস্তা টিএসপি সার বেশি দামে অন্যত্র বিক্রি করেন। ঐ সময় ভ্যানে এত সার নিয়ে যাওয়া দেখতে পেয়ে সন্দেহ হলে স্থানীয়রা সারগুলো আটক করে ইউএনওকে অবহিত করেন। পরে ইউএনও ওই ইউপির দায়িত্বরত ইউনিয়ন প্রশাসককে সঙ্গে নিয়েঘটনাস্থলে উপস্থিত হয়ে সারগুলো জব্দ করে পরিষদ গুদাম ঘরে হেফাজতে রাখেন।
এ নিয়ে চাঁন্দুড়িয়া ইউপির দায়িত্বপ্রাপ্ত প্রশাসক উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান বলেন, আমি স্থানীয় জনগণকে ধন্যবাদ জানাই, যারা এ ঘটনার বিষয়ে সচেতন ছিলেন এবং আমাদের অবহিত করেছেন। এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইউএনও স্যারের নির্দেশে তদন্ত করে ডিলারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সানমান জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ওই পরিষদের প্রশাসককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে সারগুলো
জব্দ করা হয়। আটক সারের ব্যাপারে পরবর্তীতে প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের জানানো হবে। সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভবিষ্যতে সবাইকে আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান ইউএনও।’
সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) পূর্বে সতর্ক করা সত্তে¡ও চাঁন্দুড়িয়ান বাজারের বিসিআইসি সার ডিলার জামান ট্রেডার্সের স্বত্বাধিকারী নুরুজ্জামান ফটিক সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সার বিক্রি করেন।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি করে যথাযথভাবে ভাউচার না দেওয়া ও ২০২৪ সালের মেয়াদোত্তীর্ণ কীটনাশক মেয়াদ টেম্পারিং করে ২০২৫ সাল পর্যন্ত মেয়াদ বাড়িয়ে বিক্রি করে আসছেন। এলাকাবাসী তার এমন অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবার্তা/অসীম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]