
ফেনীতে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে আলমগীর হোসেন সোহাগ (৫০)। নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় জড়িত নুরুজ্জামান এরশাদকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(২৮ আগস্ট) মধ্যরাতে সদর উপজেলার ফাজিলপুর রাজনগর এলাকায় এ ঘটনা ঘটে। সে ফাজিলপুর ইউনিয়নের রাজনগরের রুহুল আমিনের ছেলে। ধৃত এরশাদ একই এলাকার বাসিন্দা।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে পশ্চিম ফাজিলপুর রাজনগরে মাদক ব্যবসার আধিপত্যের জেরে আলমগীর হোসেন সোহাগকে কুপিয়ে জখম একই গ্রামের এরশাদ উল্যাহ। তাকে উদ্ধার করে ফেনী হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সোহাগের স্ত্রী শারমিন আক্তার বলেন, ‘স্থানীয় এরশাদ নামে এক ব্যক্তির সঙ্গে সোহাগের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। এরশাদ কয়েকদিন আগেই মাদকের মামলায় কারাগার থেকে বের হয়েছে। আমি এই হত্যার বিচার চাই।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. রুহুল মহসিন সুজন বলেন, ‘নিহত সোহাগের বুকে পাঁচটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।’
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শামছুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই হত্যাকাণ্ডে জড়িত এরশাদকে ছাগলনাইয়া থেকে গ্রেফতার করেছে।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]