
কুষ্টিয়ার দৌলতপুরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয় ও দৌলতপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই, বুধবার দিনভর উপজেলার বাগোয়ান কে সি ভি এন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন, দুদক কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সায়েদুর রহমান।
প্রধান আলোচক ছিলেন, দৌলতপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম। দৌলতপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপাধ্যক্ষ আবু সাঈদ মো. আজমল হোসেনের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা শেষে আলোচনায় অংশ নেন দৌলতপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও দৌলতপুর কলেজের বাংলা বিভাগের প্রধান ফারজানা ববি লিনা। এসময় দৌলতপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্য, আমন্ত্রিত সুধীজন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিতর্ক প্রতিযোগিতা সঞ্চালনায় ছিলেন দৌলতপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন, কে সি ভি এন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল হালিম টম।
বিচারকের দায়িত্ব পালন করেন, দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. কামাল হোসেন, বাগোয়ান গার্লস কলেজের সহকারী অধ্যাপক এস এম ওয়াজেদ আলী ও দৌলতপুর কলেজের বাংলা বিভাগের প্রধান ফারজানা ববি লিনা।
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বাগোয়ান কে সি ভি এন মাধ্যমিক বিদ্যালয় এবং রানারআপ হয় আল্লারদর্গা নাসির উদ্দিন বিশ^াস বালিকা মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বাগোয়ান কে সি ভি এন মাধ্যমিক বিদ্যালয়ের দলনেতা। বিতর্ক প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশ নেয়। দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
বিবার্তা/শরীফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]