রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ৪৯ আরোহীর কেউ বেঁচে নেই
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১৬:১৭
রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ৪৯ আরোহীর কেউ বেঁচে নেই
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়ার দূর-পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে ৪৯ জন যাত্রী ও ক্রু নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।


রাশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আনগারা এয়ারলাইন্সের পরিচালিত অ্যান-২৪ মডেলের বিমানটি চীনা সীমান্ত ঘেঁষা টাইন্দা শহরে অবতরণের সময় রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত বিমানের জ্বলন্ত ধ্বংসাবশেষ শনাক্ত করে।


রুশ জরুরি সেবা মন্ত্রণালয় টেলিগ্রামে জানায়, রোসাভিয়াতসিয়ার একটি হেলিকপ্টার জ্বলন্ত ফিউজেলাজ দেখতে পেয়েছে। ধ্বংসাবশেষ আমুর অঞ্চলে ছড়িয়ে রয়েছে।


তাস সংবাদ সংস্থা জানিয়েছে, খারাপ আবহাওয়ার মধ্যে অবতরণ করতে গিয়ে ক্রুদের ভুলই হতে পারে দুর্ঘটনার অন্যতম কারণ।


আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলভ জানান, বিমানটিতে ৪৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে পাঁচজন শিশু ছিল। সঙ্গে ছিলেন ছয়জন ক্রু সদস্য। তবে জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, বিমানে প্রায় ৪০ জন আরোহী ছিলেন।


রাশিয়ার বিশাল ও প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে উত্তর মেরু সংলগ্ন এলাকাগুলিতে, চরম আবহাওয়ার কারণে বিমান চলাচল ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত।


এর আগেও রাশিয়ার পূর্বাঞ্চলে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। ২০২১ সালে একটি পুরোনো অ্যান-২৬ বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হন। একই বছর জুলাইয়ে কামচাটকার একটি দুর্ঘটনায় ২৮ আরোহীর সবাই প্রাণ হারান।


রাশিয়ান কর্তৃপক্ষ বিমান বিধ্বস্তের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com