
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক।
দুইমাস দুই দিনের মাথায় বৃহস্পতিবার (২৪ জুলাই) তাকে উপাচার্য নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। চার বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয় তাকে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের “বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা” থেকে জারিকৃত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে কুয়েটের অন্তর্বর্তীকালীন ভিসি অধ্যাপক ড. হযরত আলী পদত্যাগ করায় ভিসিবিহীন থাকে কুয়েট। পরে গত ১৫ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের(ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানকে ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত আর্থিক ক্ষমতা দেওয়া হয়। কিন্তু যোগদান করে কার্যক্রম শুরুর আগেই নিয়োগ দেওয়া হলোন নতুন ভিসি। তবে শিক্ষকরা গত ৪ মে থেকে ক্লাস বর্জন করে আসলেও তারা সর্বশেষ ভিসি নিয়োগ হলেই ক্লাসে ফেরার কথা জানিয়েছিলেন। সে লক্ষ্যে এখন আর কুয়েটের ক্লাস শুরুর ক্ষেত্রে কোন বাধা থাকলো না। আগামী রোববার থেকে ক্লাশ শুরু হতে পারে এমনটিও মনে করছেন সংশ্লিষ্টরা।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]