অযোগ্য উপদেষ্টাকে দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে : হাসনাত
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১৭:৩৪
অযোগ্য উপদেষ্টাকে দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে : হাসনাত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা চেয়েছিলাম একটি পুনর্গঠিত রাষ্ট্রব্যবস্থা। দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সাবেক স্বাস্থ্য মন্ত্রী ছিলেন ইংরেজিতে অনার্স, বর্তমান স্বাস্থ্য মন্ত্রী হচ্ছেন বাংলায় অনার্স। যারা দক্ষ এবং যোগ্য মানুষ ছিল তাদেরকে সরকারে বসিয়ে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেয়া উচিত ছিল স্বাস্থ্য ব্যবস্থা কেমন হওয়া উচিত। অত্যন্ত পরিতাপের বিষয়- আমরা দেখেছি একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, একটা অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টাকে দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশে কি কোনো ডাক্তার ছিল না?


দেশ গড়তে ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ তম দিনের মতো জুলাই পদযাত্রা কর্মসূচি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে স্থানীয় সার্কিট হাউজে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাতের মধ্যদিয়ে কর্মসূচির শুরু হয়।


এরপর দুপুর পৌনে ১২টায় জেলা শহরের রেলগেইট এলাকা থেকে পদযাত্রা শুরু করেন এনসিপি নেতৃবৃন্দরা। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও পদযাত্রায় অংশ নেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদিসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।


এরপর ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে। প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব বাংলাদেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী বক্তব্যে রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে।


হাসনাত আব্দুল্লাহ বলেন, অতীতের শাসকরা আমাদের একটি ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে গেছে। আপনি রাস্তায় বের হন, বাসে চাপা পড়ে মরবেন। আপনি হাসপাতালে যান, চিকিৎসার অভাবে মারা যাবেন। বিমান দুর্ঘটনায় মারা যাবেন, লঞ্চ দুর্ঘটনায় মারা যাবেন। বাংলাদেশে একটি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার অবস্থা আমাদের দিয়ে যায়নি। এই রাষ্ট্রের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই।


সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ হোসেন, সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি প্রমুখ।


এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, দেশে একটি নতুন, জনগণের সংবিধান প্রয়োজন। তিনি অভিযোগ করেন, বর্তমান সংবিধান যতদিন থাকবে, আওয়ামী লীগ বারবার ক্ষমতায় ফেরার সুযোগ খুঁজবে।


বুধবার (২৩ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার একটি রেস্টুরেন্টে আয়োজিত ছাত্র-জনতার সঙ্গে এনসিপি কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় ও কুশল বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, "মাইলস্টোন স্কুলের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামলে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা নিতে রাজপথে নামে। আমরা গোপালগঞ্জে গেলে আমাদের ওপর হামলা হয়। এজন্যই বলছি—নতুন সংবিধান দরকার, যা হবে জনগণের ইচ্ছার প্রতিফলন।"


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, সামান্তা পারভীন ও ডা. আশরাফ সুমন।


স্থানীয় পর্যায়ে উপস্থিত ছিলেন কসবা উপজেলা এনসিপির নেতা তানভীরুল ইসলাম শাহিন, কাজী মোশাহেদ উল্লাহসহ ছাত্র ও জনসমন্বয়ক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com