
দিনাজপুরের হিলি সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিজিবির সহযোগিতায় দক্ষিণ বাসুদেবপুর এলাকা থেকে ৬০০পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১২ টার দিকে উপজেলার দক্ষিণ বাসুদেবপুর চুড়িপট্টি এলাকা থেকে এই মাদ্রকদ্রব্যসহ তাদের আটক করা হয়।
আটককৃত ব্যাক্তিরা হলেন- দক্ষিন বাসুদেবপুর এলাকার মৃত আজিজুল হকের ছেলে পাপ্পু রহমান ও মৃত হাতেম আলীর ছেলে মোফাজ্জল হোসেন মোফা।
দিনাজপুর মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকায় মাদক ব্যবসায়ী পাপ্পুর বাড়িতে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বেচাকেনা হয় এমন সংবাদের ভিত্তিতে আজকে আমরা বিজিবির সহযোগিতায় অভিযান পরিচালনা করে ৬০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
বিবার্তা/রববানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]