
গোপালগঞ্জের মুকসুদপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার মোচনা ইউনিয়নের ধোপাদি গ্রামের গোলাপ খাঁর ছেলে হাসান খাঁর বাড়িতে এ ঘটনা ঘটে। এতে হাসান খাঁ বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের নুন্দি খাঁর ছেলে বাচ্চু খাঁ এবং বাচ্চু খাঁর ছেলে হ্রদয় খাঁসহ তার পরিবারের লোকজন, হাসান খাঁ বাড়িতে না থাকার সুবাদে ভাড়া করা অজ্ঞাত আরো ৩ জন ব্যক্তি দেশিও অস্ত্রসহ উক্ত জমিতে থাকা হাসান খাঁর বসতবাড়িতে ভাঙচুর করে দখল করতে আসে। উক্ত জমি দখল করে বিবাদী দালান ঘর নির্মাণ এর কাজ শুরু করতে চাইলে হাসানের পরিবার বাধা নিষেধ করলে বিবাদীগণ তাদের উপর ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটায়৷ এসময়ে বিবাদীগণ হাসান খাঁর বসতবাড়ির ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ভিতরে থাকা সকল প্রকার আসবাবপত্র ভাঙচুর করে।
ঘটনার এক পর্যায় হাসান খাঁ ৯৯৯ এ কল করলে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজেদের মধ্যে জায়গা জমি ভাগ নিয়ে বিরোধ ছিল, এর সূত্র ধরে এ ঘটনা ঘটে। অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/শান্ত/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]