দুর্ঘটনাকে পুঁজি করে বিএনপি রাজনীতি করে না : মঈন খান
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০১:৫৪
দুর্ঘটনাকে পুঁজি করে বিএনপি রাজনীতি করে না : মঈন খান
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বিমান আকাশে যখন উড়ে যান্ত্রিক ত্রুটি হতে পারে ও দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা কোনো সময় এড়ানো যায় না। এটাকে পুঁজি করে রাজনীতি করা সঠিক নয়, বিএনপি সেটা কখনো করেনি। আমরা কখনো সে পথে হাঁটিনি। আমরা চাই দুর্ঘটনার কারণ সঠিক অনুসন্ধানের মাধ্যমে স্বচ্ছভাবে দেশবাসীকে জানানো হোক।


বুধবার (২৩ জুলাই) বিকেলে নরসিংদী শহরের বাগদি এলাকায় জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেন শাহ শানুর মায়ের কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


এ সময় মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকারের গুরু দায়িত্ব এই দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করে একটি গণতান্ত্রিক সিস্টেমে রূপান্তর করা। দেশের মানুষের হাতে দ্রুত গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। এ প্রচেষ্টায় একটি দুষ্টুচক্র প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের ভেতর দিয়ে তারা এ প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছে। দেশের গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি মানুষকে এই দুষ্টুচক্র সম্পর্কে সতর্ক থাকতে হবে।


এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি ও বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা সারোয়ার হোসেন মৃধা, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুঁইয়া মিল্টন, নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেন শাহ শানু, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, নরসিংদী জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল হামিদ, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতারা।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com