
গোপালগঞ্জে রেল লাইনের উপর থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) সকালে সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় রেল লাইনের উপর মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশের ধারনা তাকে কেউ হত্যা করে হয়তো রেল লাইনের উপর ফেলে গেছে। নিহত ওই ব্যক্তির মাথায় ভারি কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
রেলে কাটা পড়লে মৃতের শরীরে যে রকম আঘাত লাগার কথা তেমনটি নেই। রাতের কোনো এক সময় হয়তো তাকে হত্যা করে লাশ রেললাইনের উপর ফেলে রাখা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার এএসআই জহিরুল ইসলাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে লাশের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিবার্তা/শান্ত/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]