চতুর্থ দিনের মতো
পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১৫:৫১
পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চতুর্থ দিনের মতো ৮দফা দাবিতে পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অসহযোগ আন্দোলন পালন করেছে শিক্ষার্থীরা।


রবিবার (২১ জুলাই) সকাল ১০ টা থেকে পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। দুপুরে সোমবার সকাল পর্যন্ত কর্মসূচী স্থগিত করেন শিক্ষার্থীরা।


দাবি সমূহ হলো, ইয়ারড্রপ সংক্রান্ত স্বচ্ছতা নিশ্চিতকরণ, কারিকুলাম বিষয়ক তথ্য প্রদান, সময়সীমার মধ্যে ফলাফল প্রকাশ, গ্রেডশীটসহ ফলাফল প্রকাশ, সেমিস্টার সময়সীমা নির্ধারণ, সাপ্লিমেন্টারি পরিক্ষা চালু ও বিকল্প ব্যবস্থা গ্রহন, শিক্ষক সংকট নিরসন ও কাঠামোগত উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থার মনোন্নয়নে প্রশাসনিক স্বচ্ছতা।


পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাক্ষ ইঞ্জিনিয়ার বখতিয়ার হোসেন জানান, শিক্ষার্থীদের দাবীর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। যে সকল যৌক্তিক দাবি রয়েছে তা অবশ্যই মেনে নেওয়া হবে। তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান।


বিবার্তা/পলাশ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com