ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয় ড্যাবের পরিচিতি ও মতবিনিময় সভা
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১২:০৬
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয় ড্যাবের পরিচিতি ও মতবিনিময় সভা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ডক্টরস এসোসিয়শন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির নির্বাচন ২০২৫ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অধ্যাপক ডা. আজিজ - ডাঃ শাকুর প্যানেলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


৫ আগস্ট, মঙ্গলবার রাতে শহরের একটি রেষ্টুরেন্টে ডক্টর এসোসিয়শন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে আয়োজিত সভায় উপস্হিত ছিলেন সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডাঃ এ কে এম আজিজুল হক, কোষাধ্যক্ষ পদপ্রার্থী ডাঃ তৌহিদ উল ইসলাম জন, সিনিয়র যুগ্ম-মহাসচিব পদপ্রার্থী ডাঃ আবু মো: আহসান ফিরোজ, ব্রাহ্মণবাড়িয়া ড্যাবের সভাপতি ডাঃ মোঃ মকবুল হোসেন, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ডাঃ রহিমা খাতুন শেফালী, প্রাক্তন সিভিল সার্জন ও সহ-সভাপতি ডাঃ এস এম মুসা খান, সহ-সভাপতি ডাঃ মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আকতার হোসেন, ড্যাব কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ডাঃ মনিরুল ইসলাম চয়ন, প্রাক্তন স্বাস্হ্য বিষয়ক সম্পাদক ডাঃ নাবিদ আলম, জেলা বিএনপির স্বাস্হ্য বিষয়ক সম্পাদক ডাঃ পি বি রায় সুপ্রিয়, জেলা বিএনপির সদস্য ডাঃ শারমিন সুলতানা, সাংগঠনিক সম্পাদক শান্তনু সায়হাম অর্ণব প্রমূখ।


যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ হিমেল খানের উপস্হাপনায় সভায় আরো উপস্হিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ড্যাবের নেতৃবৃন্দ, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ, সদর হাসপাতাল, বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসক বৃন্দ। এ সময় বক্তারা গত ১৭ বছরে ডাঃ আজিজ - ডাঃ শাকুর প্যানেলের নেতৃবৃন্দের আত্মত্যাগ ও বঞ্চনার ইতিহাস তুলে ধরে বলেন, হাসিনার শাসনামলে শত বাধা উপেক্ষা করে প্যানেলের নেতৃবৃন্দ জাতীয়তাবাদী সকল সভা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছেন।


তারা সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডাঃ একেএম আজিজুল হককে আধুনিক মালয়েশিয়ার স্হপতি ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির বিন মোহাম্মদের সাথে তুলনা করে বলেন মালয়েশিয়ার ঘোর সংকটের সময় যেভাবে ডাক্তার মাহাথির ৯৩ বছর বয়সে দেশটির হল ধরেন, তেমনি আমাদের অনুরোধের কারণে ডাঃ আজিজ এই বয়সে এসে ড্যাবের ক্রান্তিলগ্নে হাল ধরতে অতীতের মতো সভাপতি প্রার্থী হতে রাজি হয়েছেন।


এসময় বক্তারা গত ১৭ বছর ধরে বঞ্চিত ও নিপীরিত ডাক্তারদের অধিকার ফিরিয়ে দিতে ডাঃ আজিজ - ডাঃ শাকুর প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করতে আহবান জানান।


পাশাপাশি বক্তারা জয়ী হলে পদোন্নতিসহ বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত ও নির্যাতনের শিকার চিকিৎসকদের নায্য অধিকার ফিরিয়ে দিতে প্যানেলের নেতৃবৃন্দের প্রতি দাবি জানান।


উল্লেখ্য, আগামী ৯ আগস্ট ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হবে।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com