জাতিসংঘের মানবাধিকার অফিস প্রতিষ্ঠার মাধ্যমে
বাংলাদেশে ওয়াশিংটনের আধিপত্য প্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখে দেয়া হবে
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০০:৫৬
বাংলাদেশে ওয়াশিংটনের আধিপত্য প্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখে দেয়া হবে
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতিসংঘের মানবাধিকার অফিস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে ওয়াশিংটনের আধিপত্য প্রতিষ্ঠার যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া হবে জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।


১৯ জুলাই, শনিবার বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে শাপলা চত্বরে গণহত্যা,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার ও খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খেলাফত মজলিস কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এই সমাবেশ করা হয়।


খেলাফত মজলিস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহুল ইসলাম সুজা-এর সঞ্চালনায় সভাপতি মুফতি ইব্রাহিম খলিল নোমানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ,যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসাইন,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা রেজাউল করিম প্রমুখ।


বক্তব্য শেষে আগামী জাতীয় নির্বাচনে কুড়িগ্রামের ৪টি আসনের বাংলাদেশ খেলাফস মজলিসের প্রার্থী হিসেবে ৪জনের নাম ঘোষণা করেন তিনি। প্রার্থীরা হলেন, কুড়িগ্রাম-১ আসনে শহিদুল ইসলাম ফয়েজি, কুড়িগ্রাম-২ আসনে মুফতি নুরুদ্দীন কাশেমী, কুড়িগ্রাম-৩ আসনে মামুনুর রশীদ, কুড়িগ্রাম-৪ আসনে মুফতি শাহাদত হোসাইন।


বিবার্তা/বিপ্লব/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com