'বিএনপির সাথে আপস না করে দেশ চালানো সম্ভব নয়'
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১৯:০৫
'বিএনপির সাথে আপস না করে দেশ চালানো সম্ভব নয়'
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপি'র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি'র সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, প্রধান উপদেষ্টা দায়িত্বে আসার পর জনগণের মাঝে যে আশার সঞ্চার হয়েছে যে তিন মাসের মধ্যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু—নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু সেই নির্বাচন যখন প্রলম্বিত হচ্ছিলো সংষ্কার বিচারের কথা বলে, তখন আমরা দেখতে পেলাম দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছিল। তিনি তখন বুঝতে পেরেছিলেন বিএনপি’র সাথে আপস না করে দেশ চালানো সম্ভব নয়। আর এটা বুঝতে পেরেই অন্তবর্তীকালীন সরকার লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তকে দেশের ১৮ কোটি মানুষ সহ সকল রাজনৈতিক দল অভিনন্দন জানিয়েছে। কিন্তু সেই সিদ্ধান্তকে দেশের একটি ধর্মব্যবসায়ী সংগঠন এবং এর সাথে এনসিপি এটিকে ভালো ভাবে নেয়নি। তারা দেশে গোলা পানিতে মাছ শিকার করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি নেতাকর্মীরা তাদের সেই আশা বাস্তবায়ন হতে কখনো দিবেন না।


তিনি শনিবার (১৯ জুলাই) দুপুরে জুলাই—আগস্ট গণঅভ্যুত্থানে নিহত মাধবদীর পৌর ছাত্রদলের কর্মী শাওন এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাধবদী থানা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজিত স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


খায়রুল কবির খোকন বলেন, নরসিংদী জেল ভাঙ্গার ঘটনায় আমাকে এক নম্বর আসামী ও আমাদের নেতাকর্মীদের আসামী করে আইনের আওতায় আনার চেষ্টা করেছিল এবং আমাদের ক্রসফায়ারে নেয়ারও পরিকল্পনা করেছিল ফ্যাসিস্ট সরকার। যদি এ আন্দোলন সফল না হতো তবে আমাদের কবর রচনা হয়ে যেতো। আল্লাহর অশেষ রহমতে এ আন্দোলন সফল হয়েছে।


নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ এর সভাপতিত্বে মিলাদ মাহফিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, জেলা বিএনপি’র শিক্ষা বিএনপি’র বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু, শাহেন শাহ সোহেল, মাধবদী শহর যুবদলের আহবায়ক সুলাইমান ভূঁইয়া, সদস্য সচিব জোবায়ের নকিব সহ বিএনপি’র অন্যন্য নেতাকর্মীবৃন্দরা।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com