কুষ্টিয়ায় মেয়ে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৫:১১
কুষ্টিয়ায় মেয়ে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার ভেড়ামারায় বাবার বিরুদ্ধে মেয়েকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মা বাদী হয়ে থানায় হত্যা মামলা করলে পুলিশ বাবাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।


গত শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। নিহত আইনুন নাহার আনিতা (২৬) একই গ্রামের আমির হোসেনের মেয়ে। তাঁর আড়াই বছরের এক কন্যাসন্তন রয়েছে। অভিযুক্ত বাবা আমীর হোসেন (৬০) আদালতে মেয়েকে হত্যার দায় স্বীকার করেছেন বলে জানা গেছে।


ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব তালুকদার ঘটনাটি নিশ্চিত করেছেন।


পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, চার বছর আগে একই উপজেলার গোলাপনগরের বাসিন্দা মহিনের সঙ্গে আনিতার পারিবারিকভাবে বিয়ে হয়। তিন মাস আগে দাম্পত্য কলহের জেরে তিনি বাবার বাড়িতে চলে আসেন। এরপর স্বামীর সঙ্গে বনিবনা হলে আনিতা আবারও একসঙ্গে সংসার করার সিদ্ধান্ত নেন। কিন্তু বাবা আমীর হোসেন এতে বাধা হয়ে দাঁড়ান। গত শনিবার সন্ধ্যার পর বাড়ি ফাঁকা পেয়ে রাগের বশে মেয়ের ব্যবহৃত ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বাবা আমীর হোসেন। ঘটনার পরের দিন মা তাসলিমা খাতুন বাদী হয়ে স্বামী আমীর হোসেনকে আসামি করে ভেড়ামারা থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় গতকাল সোমবার ভোররাতে পুলিশ আমীর হোসেনকে গ্রেপ্তার করে।


মামলার বাদী মা তাসলিমা খাতুন বলেন, মেয়েকে বাড়িতে রেখে তার আড়াই বছরের কন্যাকে নিয়ে বাড়ির বাইরে গিয়েছিলাম। সন্ধ্যায় বাড়িতে ফিরে আনিতাকে ডাকতে থাকি। কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখি, গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় আমার মেয়ে বিছানার ওপর পড়ে আছে। ওই সময় আমার স্বামী স্বীকার করে যে সেই মেয়েকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে।


ওসি আব্দুর রব বলেন, নিহতের মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। অসামি আমীর হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।


বিবার্তা/শরীফুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com