মধুপুরে ৫ হাজার আনারস কেটে ফেলায় কৃষকের কান্না, থানায় অভিযোগ
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ২২:৩৯
মধুপুরে ৫ হাজার আনারস কেটে ফেলায় কৃষকের কান্না, থানায় অভিযোগ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের মধুপুরে ৫ হাজার আনারস কেটে ফেলার অভিযোগ উঠেছে।


এ ঘটনায় বুধবার (৯ জুলাই) মধুপুর থানায় লিখিত অভিযোগ করেছেন আনারস বাগানের মালিক মো: হাসমত আলী মঙ্গলবার (৮ জুলাই) বিকালে উপজেলার গাছাবাড়ী ইউনিয়নের ডিপকল এলাকায় মো:হাসমত আলীর বাগানে আনারস কাটার এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।


হাসমত আলী ছেলে মো: সবুজ মিয়া জানান,মঙ্গলবার বিকালে আমাদের আনারস বাগানের সব আনারস কেটে ফেলা হয়েছে। বাগানে কমপক্ষে ৫ হাজার আনারস ছিল। এতে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।


তিনি আরও জানান, আনারস বাগানে গিয়ে ৫ হাজারের বেশি আনারস গাছ কাটা দেখে কান্নায় ভেঙে পড়েন।


আমার বাবা তার মামার কাছ থেকে ক্রয় করে দীর্ঘ ২২ বছর যাবৎ এই জমি ভোগ করে আসছে । তৃতীয় পক্ষের লোক একই এলাকার মো: আমির ছেলে মো: মফিজ (৫০) মো: গাজীর ছেলে মোঃ আব্দুল্লাহ (৪৫) ইমান আলীর ছেলে মোঃ খালেক ও মো: শহীনসহ উপস্থিত থেকে আরো ১০-১২ জন লোক নিয়ে পুরো বাগানের আনারস কেটে ফেলে।


স্থানীয়রা জানায়, হাসমত আলী দরিদ্র মানুষ ২২ বছর ধরে তার মামা মোহাম্মদ হাবিবুর রহমান কাছ থেকে কিনে নিয়েছেন। এবং আনারস চাষাবাদ করে সংসার পরিচালনা করেন। তার কষ্টের ফসল আনারস এভাবে যারাই কেটে ক্ষতি করেছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।


এ বিষয়ে মধুপুর থানার অফিসার্স ইনচার্জ এমরানুল কবির জানান, আনারস কেটে ফেলার অভিযোগ পেয়েছি। অভিযোগে চার জনের নাম উল্লেখ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ তদন্তদের পর প্রকৃত ঘটনা জানা যাবে।


বিবার্তা/ইমরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com