
দিনাজপুরের নবাবগঞ্জে এস এস সি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার অভিমানে বিষপানে রিতা মনি (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
১০ জুলাই, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দাউপুর ইউনিয়নের আখিরা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রিতা মনি ওই এলাকার রবিউল ইসলামের মেয়ে। সে স্থানীয় দাউদপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে এস এস সি (বিজ্ঞান) বিভাগ থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করে এক বিষয়ে অকৃতকার্য হয়। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি সদস্য তফুর উদ্দিন জানান, আজ সারাদেশে এস এস সি ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। ফলাফলে রিতা মনি পরীক্ষায় অকৃতকার্য হয়। অভিমানে বাড়িতে থাকা কিটনাশক পান করেন। বিষয়টি অসুস্থতার কারনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা রিতার মাকে ফোন করে জানায় সে।
পরে, গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
জানতে চাইলে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন জানান, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার অভিমানে রিতা মনি নামের এক শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা করেছেন।বিষয়টি নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/রব্বানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]