
মাদারীপুরের রাজৈরে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধায় গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে অভিযান চালিয়ে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কাশিনগর মোড় থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করে বলে জানিয়েছেন পুলিশ।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো- রাজৈর উপজেলার আলমদস্তার ইলিয়াস ফকিরের দুই ছেলে বিল্লাল ফকির (৩০) ও হেলাল ফকির (২০), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের মৃত আলী খানের ছেলে রাজু খান (২৫), রাজৈর পৌরসভার বৌলগ্রামের মৃত বাদল শেখের ছেলে রানা শেখ (২৩)। এদের মধ্যে বিল্লাল ফকিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৭টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়া বাকি ৩ জন একাধিক মামলার আসামি বলে জানায় পুলিশ।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, কাশিনগর এলাকায় ডাকাতি করতে ভাঙ্গা ও মুকসুদপুরসহ বিভিন্ন এলাকা থেকে আসে ডাকাত দলের সদস্যরা। মাঝে মধ্যেই ওইখানে ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটে। বুধবার রাতে প্রচন্ড বৃষ্টি হওয়ার সুযোগে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে আমরা তথ্য পাই।
পরে অভিযান চালায় ৪ ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় আরও ৬-৭ জন পালিয়ে যায়। তাদের কাছ থেকে হাতুড়ি, রড, চাকু ও রশি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]