
রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরেক আরোহী।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ব্যক্তির নাম বোরহান উদ্দিন। তার স্বজন সোহেল মিয়া জানান, বোরহান থাকেন ডেমরা আমুলিয়া মডেল টাউন শুকনা টেংরা এলাকায়। একটি কোম্পানিতে গাড়ি চালান তিনি। রাতে কাজ শেষ করে নিজের মোটরসাইকেলে আরেক বন্ধুকে নিয়ে ডেমরা থানায় যাচ্ছিলেন একটি কাজে। পথে ডেমরা স্টাফ কোয়ার্টার সিকদার ফিলিং স্টেশনের সামনের রাস্তায় রমজান পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বোরহান।
তিনি জানান, বোরহানের বাবার নাম শফির উদ্দিন। আহত যুবককে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, রাতে মরদেহটি ডেমরা থানা পুলিশ মর্গে পাঠিয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]