
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমানের ওপর পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটেছে। শুধু রাস্তায় নয়, হামলাকারীরা তাকে হাসপাতালে গিয়েও দ্বিতীয়বার আক্রমণ করে বলে অভিযোগ উঠেছে।
গত বুধবার (৯ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার কলেজ রোডে এ হামলার ঘটনা ঘটে। আতাউর রহমান সদর ইউনিয়নের আবুয়ারচর গ্রামের মৃত মনফর আলীর ছেলে।
জানা গেছে, কিছু মাদকসেবী ও বিক্রেতার কার্যকলাপে বাধা দেওয়ার ফলে এই হামলা সংঘটিত হয়েছে। আতাউর রহমান অভিযোগ করেন, সেলবরষ ইউনিয়নের মুদাহরপুর গ্রামের আকবর আলীর ছেলে সাজ্জাদ, সদর ইউনিয়নের দশধরী গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ছালাম, রাজনগর গ্রামের মুঞ্জুল হোসেনের ছেলে সোলেমানসহ ১২ জন তার ওপর হামলা চালায়।
অভিযোগে বলা হয়েছে এর আগেও কলেজ রোডস্থ জাহানারা মাদ্রাসা সংলগ্ন স্থানে মাদক সেবন করে গালিগালাজ ও বিশৃঙ্খলা করছিল। বিষয়টি নিয়ে আতাউর প্রতিবাদ করলে তাদের সঙ্গে বাকবিতন্ডা হয়।এর জের ধরেই বুধবার রাত ৮ টার দিকে এক অভিযুক্ত আতাউরকে বাসা থেকে ডেকে নিয়ে লোহার রড ও অন্যান্য অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। মাথা ও পিঠে গুরুতর আঘাতপ্রাপ্ত আতাউরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া
হলে সেখানেও আবার হামলা চালায় অভিযুক্তরা।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আতাউর ধর্মপাশা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযুক্তদের কোনো বক্তব্য জানা যায়নি।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/শহীদুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]