
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় ১৫ টি মামলার আসামি এবং ডাকাত দলের সদস্য জহির মিয়াকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ।
বিজয়নগর থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ই জুলাই (রবিবার) বিকাল ৩ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চেঙ্গার বাজারে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত সদস্য হলেন, জহির (৩৮) বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের শিশাপুরা জালালপুর গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সে একজন পেশাদার ডাকাত সদস্য তার নামে বিজয়নগরসহ বিভিন্ন থানায় মোট ১৫টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, ১৫ টি মামলার আসামি এবং ডাকাত দলের সদস্য জহির মিয়াকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। এছাড়াও মাদক নির্মুল এবং চোর ডাকাতের বিষয়ে প্রাধান্য দিয়ে জনগণের সেবায় যা যা করার দরকার তা করে যাব। গত কিছুদিনের ভিতরে আমরা বেশ কিছু ডাকাত এবং চোর ধরতে সক্ষম হয়েছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]