ঝিনাইদহে যুবকের মৃত্যু রহস্য উদঘাটনে মানববন্ধন ও বিক্ষোভ
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১৭:০০
ঝিনাইদহে যুবকের মৃত্যু রহস্য উদঘাটনে মানববন্ধন ও বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহ শহরের যুবক সুদীপ জোয়ার্দ্দারের (৩৫) মৃত্যু রহস্য উদঘাটনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শুভাকাঙ্ক্ষী, বন্ধুমহল ও এলাকাবাসী।


সোমবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের পায়রা চত্বরে এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ সালের শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয় ।


এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মাকিবুল হাসান বাপ্পি, ফাহাদ মাহমুদ মারুত, আব্দুস সালামসহ বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নৃতবৃন্দ ।


উল্লেখ- গত ৬ জুলাই শহরের কেপি বসু সড়কের নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। সুদীপ জোয়ারদার ওই এলাকার সুনীলের জোয়ার্দ্দারের ছেলে। মরদেহের পিঠে ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ কারণে ওই যুবকের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। খোঁজ নিয়ে জানা যায়, শৈশবেই সুদীপের মা মারা যান। পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। সৎ মায়ের সঙ্গে বেড়ে উঠলেও পরিবারে রয়েছে তার পালিত ভাই শিলন জোয়ার্দ্দার। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল।


বক্তারা বলেন, সুদীপকে সু-পরিকল্পিতভাবে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়। তার গায়ে এবং পায়ে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল লাশ হাসপাতালে যাওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে কেউ আসেনি। এমনকি তারা পোষ্ট মর্টেম করতেউ বাধা দেয়। যা হত্যার ঘটনাকে আরো রহস্যের জন্ম দেয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই। এর পেছনে যারা জড়িত তারা যেন কেউ ছাড় না পায়।


বিবার্তা/রায়হান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com