
পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া-পার সাতুরিয়া ইউনিয়নের উৎসবমুখর পরিবেশে বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুন, রবিবার বিকাল ৪টায় উত্তর নিলতী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রথম অধিবেশনের শুভ উদ্বোধন করেন কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বিশেষ অতিথি সম্মেলন প্রস্তুত কমিটির প্রধান এডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপি'র সদস্য সচিব এইচ,এম দ্বীন মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, পিরোজপুর জেলা বিএনপির সদস্য জাকির হোসেন।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক জিয়াউল হাসান নিক্সন, বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য শাহ ইমরান ফারুক, ইউনিয়ন বিএনপির নেতা ইকতিয়ার হোসেন হান্নান, জিয়াউল হক হিরু, মোঃ হিরন, জাকির হোসেন মিঠু, শাহরিয়ার কামাল গাজী, রফিকুল ইসলাম সাইদুল, সাইদুল ইসলাম রিজান।
সম্মেলনে সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম শাহীন।
সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন কাউন্সিলের মতামতের মাধ্যমে হাফিজুল হক ইউলেট মিয়া সভাপতি, মনিরুল ইসলাম শাহীন সাধারণ সম্পাদক ও মোঃ ইউনুছ মিয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বিবার্তা/রবিন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]