মোংলায় শিক্ষার্থীদের মাঝে পোশাক, নগদ অর্থ ও ক্রীড়া সামগ্রী বিতরণ
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ২০:৪৭
মোংলায় শিক্ষার্থীদের মাঝে পোশাক, নগদ অর্থ ও ক্রীড়া সামগ্রী বিতরণ
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোংলায় শিক্ষার্থীদের মাঝে পোশাক, নগদ অর্থ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে।


২৯ জুন, রবিবার বিকেলে আলহাজ কোরবান আলী আলীম মাদ্রাসায় এসব বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীম। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ মোংলা পৌর ও উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীম বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং পড়াশুনায় মনোযোগী করতেই তাদেরকে নানাভাবে সহায়তার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষ রোপণের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে মোংলার পৌর এলাকা ও উপজেলার ৬টি ইউনিয়ন এবং রামপালের ১০টি ইউনিয়নে বৃক্ষ রোপণ করা হচ্ছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা নিজ নিজ এলাকায় বৃক্ষ রোপণের মধ্যদিয়ে এ কর্মসূচি সফল করছেন।


এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এমরান হোসেন, সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, উপজেলা যুবদলের সভাপতি এম সাইফুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ঈমান হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, যুবদল নেতা মোঃ মহসিন, মোঃ সোহাগ, পৌর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ শেখ, চাঁদপাই ইউনিয়ন বিএনপির সভাপতি ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উপজেলা সভাপতি মোঃ শাহ আলম শেখ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পৌর সভাপতি মোঃ সেলিম হাওলাদার।


বিবার্তা/জাহিদ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com