
‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে নরসিংদী জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীরের নেতৃত্বে আদালত চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
পরে আদালত চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে জেলা জজ আদালতের বিচারক, কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা ও সুশীল সমাজের ব্যক্তিরা অংশগ্রহণ করেন। পরে জেলা জজ আদালত চত্বরে জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মুহম্মদ আলী আহসান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ লুৎফুল কবীর নয়ন, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, নরসিংদী পুলিশ সুপার মো. আব্দুল হান্নান, নরসিংদী সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহারাত আক্তার ভূইয়া।
আলোচনা সভায় তিন আইনজীবীকে সেরা প্যানেল আইনজীবী ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন- অ্যাডভোকেট মোসা. ফাতেমা বেগম, অ্যাডভোকেট ইশরাত জাহান শম্পা ও অ্যাডভোকেট মো. সালাহ্ উদ্দিন খন্দকার সোহেল। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আদালত চত্বরে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা করার জন্য একটি স্টল খোলা হয়।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]