
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস লাগিয়ে আজমাইল( ১৭)নামে এক কলেজ ছাত্র আত্নহত্যা করেছে।
শনিবার (২৬ এপ্রিল) দুপুর স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
পুলিশ জানায়, শনিবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আজমাইল হোসেন (১৭) বাড়ির লোকজনের অগচরে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস লাগায়।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি রইসউদ্দিন।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।
বিবার্তা/লিটন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]