পঞ্চগড় পৌরসভায় দুদকের অভিযান
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১৯:২৬
পঞ্চগড় পৌরসভায় দুদকের অভিযান
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড় পৌরসভায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড প্রকল্পের আওতায় সোলার স্ট্রিট লাইট স্থাপনে বাজার মূল্যের তুলনায় কয়েকগুণ বেশি মূল্যে ক্রয়ের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগের অভিযান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের একটি এনফোর্সমেন্ট টিম। আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযান পরিচালনাকালে জানা যায়, সৌরবাতি স্থাপনে অনিয়মে অভিযোগে বিভিন্ন গনমাধ্যমে নিউজ প্রকাশিত হয়। এর ভিত্তিতে পঞ্চগড় পৌর সভায় অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, পৌর প্রশাসক, নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের সাথে ৯৯ লক্ষ ৮৬ হাজার ৩২৪ টাকা ব্যয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ৭৫ টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়। প্রাথমিক রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, প্রতিটি সোলার স্ট্রিট লাইট স্থাপনে ব্যয় দেখানো হয়েছে ১ লক্ষ ৩৩ হাজার ১৫০ টাকা। সরেজমিনে ০৪ টি ভিন্ন স্থান থেকে সোলার স্ট্রিট লাইট, প্যানেল ও ব্যাটারির মডেলের ছবি তোলা হয় এবং এসময় কয়েকটি সোলার স্ট্রিট লাইট অকেজো মর্মে জানান স্থানীয়রা।


দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পঞ্চগড়-ঠাকুরগাঁও এর সহকারী পরিচালক আজমির শরিফ মারজি জানান, এনফোর্সমেন্ট টিম প্রকল্পের টেন্ডার ডকুমেন্টস ও অন্যান্য কাগজপত্র সংগ্রহ করেছে। সংগৃহীত রেকর্ডপত্র বিশ্লেষণ করে দুদক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবেন। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনি প্রকৃয়া গ্রহন করা হবে বলে জানান তিনি।


তবে পঞ্চগড় পৌর সভার নির্বাহী প্রকৌশলী প্রনব কমুার দে অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, টেন্ডার প্রকৃয়ায় কোন ভূল নেই। যা করা হয়েছে টেন্ডার কমিটির মাধ্যমে করা হয়েছে বলে জানান তিনি।।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com