
পঞ্চগড়ে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ছোট বড় সব মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মৎস চাষী আসাদুজ্জামান আপেল।
২৪ এপ্রিল, বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিষমনি শিখনাথ এলাকায় এই ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, আসাদুজ্জামান আপেল তিন বছরের চুক্তিতে এক একর ২৩ শতক জমির ওই পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরটিতে বিষ প্রয়োগ করে। সকাল থেকেই পুকুরের সমস্ত মাছ মরে ভেসে ওঠে। খবর পেয়ে মাছ চাষি আসাদুজ্জামান আপেলও পুকুরে গিয়ে সব মাছ মরে ভেসে ওঠা দেখতে পান। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
মৎস চাষী আসাদুজ্জামান আপেল বলেন, কিছুদিন আগেই পুকুরে পোনা মাছ ছেড়েছিলাম। প্রতিহিংসামূলক কেউ জঘন্য এই কাজ করেছেন। আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ওই মৎস্য চাষী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]