বাল্যবিয়েতে বাধা দিয়ে অপহরণ মামলার আসামি!
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ২১:৪৫
বাল্যবিয়েতে বাধা দিয়ে অপহরণ মামলার আসামি!
গুরুদাসপুরে (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গ্রামের অপ্রাপ্ত বয়স্ক মাধ্যমিক পড়ুয়া দুই প্রতিবেশীর ছেলেমেয়ের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। প্রেমের সূত্র ধরে নাবালিকা কন্যাশিশু বিয়ের দাবিতে প্রতিবেশী প্রেমিকের বাড়িতে অবস্থান নেন।


বিষয়টি এক প্রতিবেশীর নজরে এলে তিনি ওই কন্যা শিশুর বাবাকে অপ্রাপ্তবয়স্ক শিশুকে বিয়ে দিতে নিষেধ করেন এবং মেয়েকে বাসায় ফিরিয়ে নেয়ার কথা বলে হয়েছেন অপহরণ মামলার আসামি। ওই কন্যা শিশুর বাবার ভাড়া করা জায়গায় ভুক্তভোগীর ব্রয়লার মুরগীর খামার থাকায় প্রাণনাশসহ দেয়া হচ্ছে খামার পুড়িয়ে দেয়ার হুমকিও।


নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুরের বেড়গঙ্গারামপুরে এমন ঘটনার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী হেলাল আলী মঙ্গলবার(২২এপ্রিল)দুপুরে নাজিরপুর ব্রীজ সংলগ্ন একটি বাড়িতে সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিজের জীবন ও সম্পদের নিরাপত্তা চেয়েছেন। এ বিষয়ে তিনি গেল শুক্রবার গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দেয়ার কথাও জানান।


অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বেগঙ্গারামপুরে মানিক প্রামানিকের ছেলে মো. আব্দুল্লাহ (১৮) সাথে প্রতিবেশী এক কন্যার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বুধবার প্রেমিকা স্ত্রী দাবিতে প্রেমিকার বাড়িতে অবস্থান নেন। প্রেমিকের চাচাতো ভাই ও প্রতিবেশী হেলাল আলী মেয়েকে বুঝিয়ে তার বাবার সাথে বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু মেয়ের বাবা তার মেয়েকে অজ্ঞাতস্থানে লুকিয়ে রেখে পরদিন ১৭ই এপ্রিল হেলাল আলীর বিরুদ্ধে মিথ্যা অপহরণ মামলা দায়ের করে।


এ বিষয়ে কণ্যাশিশুর চাচা ফরিদুল ইসলাম বলেন, তাঁর ভাতিজি অভিযুক্ত মানিক প্রামানিকের বাসায় অবস্থান করছিলেন বিষয়টি জেনে মেয়েকে ফিরিয়ে দিতে বলেন। তারা মেয়েকে ফিরিয়ে না দিয়ে তিনদিন সময়ক্ষেপন করে উল্টো তাদের নামে থানায় অভিযোগ দেন। মেয়েকে ফিরে পেতে তারা মামলা দিতে বাধ্য হয়েছেন।


গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারওয়ার হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধান শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/জনি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com