ফেনীতে কারিগরি শিক্ষার্থীদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ২১:০৯
ফেনীতে কারিগরি শিক্ষার্থীদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ছয় দফা বাস্তবায়নের দাবিতে ফেনীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে কারিগরি শিক্ষার্থীরা।


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২০ এপ্রিল) সকাল ১১টার দিকে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশ শেষে শহরের ছাগলনাইয়া রোড, হাসপাতাল রোড ও একাডেমি রোডে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।


সমাবেশে বক্তব্য দেন, ছাত্র প্রতিনিধি রফিকুল ইসলাম, আবিদ হাসান, আবদুল্লাহ ইরপান, আলাউদ্দিন ভূঞা ও জাহাঙ্গীর আলম প্রমূখ।


বক্তারা বলেন, হাইকোর্টের দেয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল ও বিতর্কিত নিয়োগবিধি সংশোধন করতে হবে। উপসহকারী প্রকৌশলীর (১০ম গ্রেড) পদে ডিপ্লোমা পাস ইঞ্জিনিয়ারদের নিয়োগ নিশ্চিত করতে হবে। কারিগরি শিক্ষা প্রশাসনে বহিরাগত জনবল নিয়োগ বন্ধ এবং শুন্য পদে শুধুমাত্র কারিগরি ডিগ্রিধারীদের নিয়োগ করতে হবে। চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম চালু, কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ নামে আলাদা মন্ত্রণালয় ও ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের জন্য একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। এসব ন্যায্য দাবি আদায়ে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।


সমাবেশে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, কম্পেক্ট ইনস্টিটিউট ও আইসিএসটির সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।


বিবার্তা/মনির/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com