
রাজধানীর বনানীতে দুই গ্রুপের দ্বন্দ্বে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন পারভেজ মোশারফ (২৩) নামে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যার পর বনানীর স্টার টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে।
নিহত পারভেজ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ২২৩ ব্যাচের শিক্ষার্থী। ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামের মো. জসিম মিয়ার ছেলে তিনি।
জানা গেছে, সন্ধ্যার পর বনানীতে বেসরকারি প্রাইমএশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। টেক্সটাইল ও ইংরেজী বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ মারামারি হয়। ওই সময় পারভেজ মোশারফের বুকে ছুরিকাঘাত করা হয়। পরে দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা গেছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]