
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৬৯বোতল ফেনসিডিলসহ ভারতীয় ৩জন মাদক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
১৮ এপ্রিল, শুক্রবার বিকেল পৌনে ৪ টার দিকে প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া বিজিবি সেক্টরের ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমানের নির্দেশনায় আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে দৌলতপুর উপজেলার চরচিলমারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ৮৪/২-এস সীমান্ত পিলার হতে মাত্র ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ডিগ্রীরচর এলাকায় নায়েক মো. শাহজালালের নেতৃত্বে বিজিবি’র টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।
এসময় বাংলাদেশি নাগরিক মো. ময়েজ উদ্দিন মন্ডলের ছেলে মো. নিজাম মন্ডল (৪৫) এর বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় চোরাকারবারী মো. জুয়েল মন্ডল (২৫), মো. রাকিবুল মন্ডল (৩৫) ও মো. বাপন মন্ডল (৩২) কে ৬৯ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
অভিযানের খবর পেয়ে ঘটনার সাথে জড়িত বাংলাদেশি নাগরিক মো. নিজাম মন্ডল (৪৫) ও তার ছেলে মো. শরিফ মন্ডল (২৫) পালিয়ে যায় বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়। আটক ভারতীয় চোরাকারবারীরা ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নিজাম উদ্দিন মন্ডল, শাহাদ আলী মল্ডল ও কালাচাদ মন্ডলের ছেলে।
এছাড়াও বিজিবি’র অপর পৃথক অভিযানে চরচিলমারী আকন্দপাড়া এলাকা থেকে ৪৮৫ পিস ভারতীয় ইয়াবা ও তেতুলবাড়িয়া বিওপি’র দায়ত্বপূর্ণ হাটপাড়া এলাকা থেকে মালিকবিহীন ভারতীয় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ২ লক্ষ ২২ হাজার ১০০ টাকা।
আটক ভারতীয় চোরাকারবারীদের বিরুদ্ধে মাদক আইনে দৌলতপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধার হওয়া মাদক ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন মাদক স্টোরে সংরক্ষণের কার্যক্রম চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে উল্লেখ করা হয়।
বিবার্তা/শরীফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]