
বগুড়া শহরের কালিতলা মোড়ে পুলিশের হেফাজত থেকে মোটরসাইকেল হেফাজতে নিতে হামলা চালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ হামলায় পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মব তৈরি করে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় ওই গ্যাং।
আহতরা হলেন বগুড়া সদর থানার ফুলবাড়ি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহম্মদ আলী। বর্তমানে তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, রাতের ওই সময়ে দুজনের মধ্যে মারামারির খবরে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সদস্যরা। সেখানে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক অজ্ঞাত নারী ও পুরুষকে উদ্ধার করে হাসপাতালে পাঠান তারা। পরে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি হেফাজতে নিতে গেলে আহতদের বন্ধুরা পুলিশের ওপর চড়াও হয়।
এক পর্যায়ে তারা মব তৈরি করে পুলিশ কর্মকর্তাদের ওপর কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে। পরে তারা মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত কর্মকর্তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বগুড়া সদর থানার ওসি এসএম মঈন উদ্দিন জানান, হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। আহত দুই পুলিশ কর্মকর্তা আশঙ্কামুক্ত।
তিনি বলেন, ‘দুর্ঘটনায় আহতদের বন্ধুরা মোটরসাইকেল পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিতে হামলা চালিয়েছে। তবে আহতরা সরকারি হাসপাতালে চিকিৎসা নেননি, তাই তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]